উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
.
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান অনুযায়ী মুজতাহিদ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে।
وشرطہ انہ لا بدلہ ان یعرف من الکتاب والسنۃ مایتعلق
بالاحکام ومواقع الاجماع وشرائط القیاس وکیفیۃ النظر وعلم العربیۃ والناسخ والمنسوخ وحال الرواۃ۔ (عقد الجید فی احکام الاجتہاد والتقلید،ص:۴)
অর্থাৎ মুজতাহিদ হওয়ার জন্য শর্ত হলোঃ
(০১) কুরআন সুন্নাহর যেই অংশগুলির সাথে শরীয়তের আহকাম সম্পৃক্ত,যেসব সম্পর্কে পুরোপুরি জ্ঞানার্জন করতে হবে ।
(০২) কোন কোন মাসয়ালার ক্ষেত্রে ছাহাবায়ে কেরামগন অথবা উলামায়ের কেরামগন ইজমা হয়েছেন (ঐক্যমত পোষন করেছেন) সেগুলো সম্পর্কে পুরোপুরি অবগত হতে হবে।
(০৩) কিয়াসের শর্ত জানতে হবে।
(০৪) মাসয়ালার অনুসন্ধানে গভীর ভাবে সুক্ষ্ম দৃষ্টি দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে।
(০৫) আরবী ভাষার উপর পুরোপুরি দক্ষতা অর্জন করতে হবে।
(০৬) প্রত্যেক নাসেখ (হুকুম রহিত কারী) মানসুখ (যেই হুকুম রহিত করা হলো) সম্পর্কে জ্ঞান রাখতে হবে।
(০৭) প্রত্যেক হাদীসের রাবীদের হালত সম্পর্কে জ্ঞাত হতে হবে।
,
{বিঃদ্রঃ অনেক উলামায়ে কেরাম এই শর্তগুলির সাথে কিছু বাড়িয়ে দেন,বা কিছু শর্ত কমিয়ে দেন,সবই ছহীহ আছে।}
,
★ "শাইখুল ইসলাম" এটা ব্যাপক একটি শব্দ।
,
শাইখ শব্দের অর্থ হলো বৃদ্ধ, আলেম,গোত্রের নেতা বা সরদার।
শাইখুল ইসলাম বলা হয় প্রত্যেক ঐ সমস্ত ব্যাক্তিদেরকে,যারা ইলেম,ফজিলত,মর্যাদার দিক দিয়ে বড়।
(মিসবাহুল মাআনী ৪৩৫)
সুতরাং প্রত্যেক মুজতাহিদ অবশ্যই শাইখুল ইসলাম।
,
তবে এটা যেহেতু ব্যাপক শব্দ,তাই প্রত্যেক যুগেই যে সমস্ত ব্যাক্তিরা,যারা ইলেম,ফজিলত,মর্যাদার দিক দিয়ে বড়,তাদেরকে শাইখুল ইসলাম বলা যাবে।
কোনো সমস্যা নেই।
,
والله أعلم بالصواب
.
উত্তর লিখনে
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM