আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
193 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আমার স্বমির দুই মেয়ে।  ছেলে না থাকলেতো ভাইয়ের ছেলে সম্পদ পায়।প্রশ্ন হলো,  আমার স্বামীর ভাই এর ছেলে বিদেশে থাকে। এবং তারা ইসলাম ধর্মের মধ্যে নাই।তার স্ত্রী  খ্রিস্টান। বলা চলে কোন ধর্ম মানে না তারা। এমন অবস্থায় করণিয় কি।তাদের আর্থিক অবস্থাও আমাদের থেকে অনেক বেশি সচ্ছল

1 Answer

0 votes
by (573,960 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


ইসলামি শরিয়তের বিধান হলো, কোনো কাফের মুসলমান থেকে মিরাছ পায় না।
,
তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি ভাইয়ের ছেলে ইসলাম ধর্ম বাদ দিয়ে নাস্তিক হয়ে যায়, বা অন্য কোনো ধর্ম অবলম্বনকারী হয়ে থাকে,তাহলে সে প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনো সম্পদ পাবে না।

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ، وَلَا الْكَافِرُ الْمُسْلِمَ صحيح

উসামাহ ইবনু যায়িদ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তি কাফিরের এবং কাফির ব্যক্তি মুসলিমের উত্তরাধিকারী হবে না।
সহীহ : বুখারী ৬৭৬৪, মুসলিম ১৬১৪, তিরমিযী ২১০৭, ইবনু মাজাহ ২৭২৯, আবূ দাঊদ ২৯০৯, আহমাদ ২৭৭৪৭, সহীহ ইবনু হিব্বান ৬০৩৩।

المانع من الارث اربعة …… واختلاف الدينين (السراجى فى الميراث-13-14)
সারমর্মঃ
উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত কারী কারন চারটি, ধর্ম পৃথক হওয়া,,,   
,
★তবে প্রশ্নে উল্লেখিত ভাইয়ের ছেলে যদি অমুসলিম না হয়ে থাকে,শুধুমাত্র তাহলে তার বাবা জীবিত না থাকলে প্রশ্নে উল্লেখিত ব্যাক্তির ওয়ারিশদের মাঝে সম্পদ বন্টনের পর অবশিষ্ট সম্পদ সে পাবে।     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...