আসসালামু আলাইকুম।
১) সালাতের মধ্যে কীসের সালাত আদায় করছি বা কোন প্রকার (ফরয, সুন্নাহ, নফল) সালাতের নিয়্যাত করেছি, তা নিয়ে সন্দেহ দেখা দিলে করণীয় কী?
২) সালাম ফেরানোর সময় দৃষ্টি কোথায় রাখা উত্তম?
৩) কেউ যদি সালাম ফেরানোর সময় "ওয়ারাহমাতুল্লাহ" অংশটুকু বাদ দেয় বা "ওয়া বারাকাতুহু" পর্যন্ত উচ্চারণ করব, তার বিধান কী?