আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+4 votes
1,665 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (102 points)
Assalamualaikum

১)মহানবী স. কি মিরাজে আল্লাহ তায়ালা কে দেখেছেন?

২)কেউ কি শুনে আল্লাহ তায়ালাকে দেখতে পারে?

৩)ইমাম আবু হানীফা রহ. ১০০/৮২ বার আল্লাহকে দেখেছেন।একথা কি ঠিক?

দোয়া করে প্রশ্ন গুলোর উত্তর কুরআন হাদীসের দলিল দিয়ে জানাবেন। জাজাকাল্লাহ।
by (102 points)
মাফ করবেন। দ্বিতীয় প্রশ্নে শুনে হবে না স্বপ্নে হবে।

1 Answer

+1 vote
by (574,260 points)
edited by
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১) মহানবী স. কি মিরাজে আল্লাহ তায়ালা কে দেখেছেন কিনা!
 এই ব্যপারে উলামায়ে কেরামদের মাঝে তো মতবিরোধ আছেই,ছাহাবায়ে কেরামদের মাঝেও মতবিরোধ রয়েছে।
,
★হযরত ইবনে আব্বাস রাঃ সহ আরো অনেক ছাহাবায়ে কেরামদের মত হলো রাসুল সাঃ মিরাজে গিয়ে আল্লাহ তায়ালাকে দেখেছেন।
দলিল কুরআনের আয়াত
ولقد راه نزلة أخري  
(সুরা নজম ১৩)
’عن ابن عباس ؓ {ماکذب الفواد مارأی ولقد راٰہ نزلۃ اخری }قال راٰہ بفوادہ مرتین‘‘رواہ مسلم

★হযরত  আঈশা সিদ্দিকা রাঃ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ দের মত হলো রাসুল সাঃ  মিরাজে গিয়ে আল্লাহকে দেখেননি।
তাদের কথা হলো হযরত ইবনে আব্বাস রাঃ যেই আয়াত দিয়ে দলিল পেশ করেছেন,এখানে ফেরেশতা জিবরাইল আঃ  কে দেখার কথা বলে হয়েছে। আল্লাহকে নয়। 
,
সব মিলিয়ে এক্ষেত্রে ৪ টি মতামত পাওয়া যায়।
(০১) রাসুল সাঃ মিরাজে গিয়ে আল্লাহ কে দেখেননি। 
(০২) তিনি আল্লাহকে দেখেছেন,তবে এটা কলবের মাধ্যমে।
(০৩) তিনি স্বচক্ষেই আল্লাহ কে দেখেছেন।
(০৪) এক্ষেত্রে কোনো মতের দিকে না গিয়ে চুপ থাকা।
,
★শরহে আকায়ীদ এবং তার ব্যখ্যা গ্রন্থ নিবরাসে রয়েছেঃ-
ثم الصحیح أنہ ﷺ إنما رأی ربہ بفؤادہ أی بقلبہ لا بعینہ اختلف السلف والخلف فیہ علی أقوال،أحدہا إنکار الرؤیۃ وہو قول عائشۃؓ والمشہور عن ابن مسعودؓ وأبی ہریرۃؓ …الخ ‘‘ (ص: ۲۹۵)(۱)
۔
অর্থাৎ ছহিহ হলো রাসুল সাঃ  কলবের মাধ্যমে আল্লাহ কে দেখেছেন,,,,,।
★মিরকাত গ্রন্থে এসেছেঃঃ-
وقال القاضي عیاضؒ اختلف السلف والخلف ہل رأی نبینا ﷺ ربہ لیلۃ الإسراء؟ فأنکرتہ عائشۃؓ وہو المشہور عن ابن مسعود، (مرقاۃ باب الرؤیا ۳۹۴)
যার সারমর্ম হলো হযরত আঈশা সিদ্দিকা রাঃ কে প্রশ্ন করা হয়েছিলো যে রাসুল সাঃ কি মিরাজের রজনীতে আল্লাহ তায়ালাকে দেখেছেন?
তখন তিনি এটা অস্বীকার করেছেন।
,
★হযরত শফী রহঃ মায়ারিফুল কুরআনে সুরা নজমের তাফসিরে,এবং হযরত আশরাফ আলী থানবী রহঃ বয়ানুল কুরআনের সুরা ইসরার তাফসীরে বলেছেন যে এই ক্ষেত্রে আমাদের উত্তম  চুপ থাকাই উত্তম। 
ফাতাওয়ায়ে রিয়াজুল উলুম ১/২৮৯ 
,
(০২) স্বপ্নের ভিতর আল্লাহ তায়ালাকে দেখা সম্ভব কিনা,এই ব্যপারে উলামায়ে কেরামদের মাঝে দুটি মত রয়েছে।
কেহ কেহ বলেন যে দেখা সম্ভব।
কেহ বলেন যে সম্ভব নয়।
,
ইমাম নববী  রহঃ বলেন
قال القاضي: اتفق العلماء علی جواز روٴیة اللہ تعالیٰ في المنام وصحتھا، وإن رآہ الإنسان علی صفة لا تلیق بجلالہ من صفات الأجسام، إذلا یجوز علیہ سبحانہ وتعالیٰ التجسم ولا اختلاف الأحوال (مسلم شریف) 
উলামায়ে কেরাম একমত হয়েছেন যে স্বপ্নে আল্লাহ কে দেখা যাবে,,,,,,
,
(০৩) ইমাম আবু হানীফা স্বপ্নে আল্লাহকে দেখেছেন,একথা সঠিক।
ফাতাওয়ায়ে রহিমিয়্যাহ (৩/১১১)   
তহতাবি আলা দুররীল মুখতার (১/৩৬) ফাতাওয়ায়ে শামী (১/৪৮) তে রয়েছেঃ
ان الامام رضي الله عنه  قال رأيت رب العزة في المنام تسعا و تسعين مرة
হযরত ইমাম আবু হানিফা রাঃ বলেন যে আমি  স্বপ্নে ৯৯ বার আল্লাহ কে দেখেছি।   
শরহে আকায়ীদ গ্রন্থে রয়েছেঃ- 
: أما الروٴیة في المنام فقد حُکیت عن کثیر من السلف․․ فعن الإمام الأعظم أنہ رأی مأة مرة․
যার সারমর্ম হলো অনেক ছলফ থেকে রেওয়ায়েত এসেছে যে ইমাম আবু হানীফা রহঃ ১০০ বার আল্লাহ কে দেখেছেন। 
,
তবে কিছু উলামায়ে কেরাম বলেছেন যে একথা সঠিক নয়।
তাদের মত দুনিয়াতে হলো দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবেনা।
স্বপ্নযোগেও নয়,বাস্তবেও নয়।
,
والله أعلم بالصواب 
.
উত্তর লিখনে
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...