আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
427 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (29 points)
আমার এক বোনের প্রশ্ন ছিলো এমন কিছু,  উত্তর গুলো জানলে ভালো হত। বোনের প্রশ্ন গুলো দিচ্ছি-

"আমি একজন আর্টিস্ট। আমি জানতে চাই যে আমি ইসলাম মেনে -

1) কোনো মানুষের মুখসহ পুরো শরীর আঁকতে পারি কিনা?

2) শুধু হাত- পা অথবা শরীরের কোনো অঙ্গ আঁকতে পারি কিনা (তখন ছবিতে মুখ থাকবে না)?

3) কোনো মানুষকে পিছন থেকে আঁকতে পারি কিনা?

4) কোনো পশু পাখি আঁকতে পারি কিনা?

5)  পশু পাখির মুখ আঁকতে পারি কিনা?

6) মাথা এর সাথে গলা এর জোড়া না দিয়ে আঁকলে তা শরীয়ত মোতাবেক হয় কিনা?

7) কার্টুন বা ব্যঙ্গচিত্র বা বিকৃত করে আঁকতে পারি কিনা?

8 )  ছায়া আঁকতে পারি কিনা?"

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


শরীয়তের বিধান হলোঃ মুখ মণ্ডল তথা চোখ, মুখ, নাক, কান ইত্যাদি মুখাবয়বের চিহ্ন অবশিষ্ট না থাকলে তার উপর ছবির বিধান প্রযোজ্য হবে না।

অন্যথায় সেগুলোকে ছবি বলা হবে। 

আবু তালহা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلَا صُورَةٌ
“ফেরেশতাগণ ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর অথবা ছবি থাকে। (সুনানে আন-নাসায়ী হা/৫৩৪৭-সহিহ)


★★প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি মানব সহ যেকোনো প্রানীর মুখ মণ্ডল তথা চোখ, মুখ, নাক, কান ইত্যাদি মুখাবয়বের কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে,তাহলে তা আকাঁ যাবে।

তবে অনেক উলামায়ে কেরামগন এটাকেও ছবির অন্তর্ভুক্ত বলেছেন।
তাই সতর্কতা মূলক এহেন ছবিও না আঁকাই উচিত। 

আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ يُجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسٌ فَيُعَذِِّبُهُ فِي جَهَنَّمَ
প্রত্যেক ছবিনির্মাতা জাহান্নামে যাবে, তার নির্মিত প্রতিটি ছবি পরিবর্তে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে, যা তাকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে। (বুখারী ২২২৫, ৫৯৬৩, মুসলিম ৫৬৬২)
,
(০১)
জায়েজ নেই।
,
(০২)
মুখ মণ্ডল তথা চোখ, মুখ, নাক, কান ইত্যাদি মুখাবয়বের চিহ্ন অবশিষ্ট না থাকলে তাহা আঁকা যাবে।
,
(০৩)
হ্যাঁ এখানে যেহেতু চোখ, মুখ, নাক, কান ইত্যাদি মুখাবয়বের চিহ্ন অবশিষ্ট থাকেনা,তাই এটি আঁকতে পারবেন,তবে অনেক উলামায়ে কেরামগন এটিকেও আঁকতে নিষেধ করেছেন।
,
(৪.৫.৬.৭)
জায়েজ নেই।
,
(০৮)
যদি তাতে চোখ, মুখ, নাক, কান ইত্যাদি মুখাবয়বের চিহ্ন অবশিষ্ট না থাকে,তাহলে এমন ছায়া আঁকতে পারবেন,তবে অনেক উলামায়ে কেরামগন এটিকেও আঁকতে নিষেধ করেছেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...