উত্তরঃ
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো সরাসরি চাকুরী যেখানে যেখানে শরীয়ত বহির্ভুত কোন কাজ না থাকে,কোনো গুনাহ বা অনৈতিক কাজে লিপ্ত হতে না হয়,তাহলে এটা জায়েজ আছে।
মহিলাদের জন্যেও শরয়ী শর্তসমুহের ভিত্তিতে সরকারি চাকুরী করা জায়েজ আছে।
তবে বিশেষ প্রয়োজন ছাড়া তাদের জন্য ঘর থেকে বাহির না হওয়াই উত্তম।
কিতাবুন নাওয়াজেল ১৭/৫০৪
,
সুতরাং সেই ভিত্তিতে B.Cs.এ চাকুরী করা জায়েজ আছে।
সর্বদায় খেয়াল রাখতে হবে যে শরীয়ত বহির্ভুত কোনো কাজ যেনো না হয়।
۔یصح العقد علی مدۃ معلومۃ أي مدۃ کانت قصرت المدۃ کالیوم ونحوہ أو طالت کالسنین۔ (الفتاویٰ الہندیۃ ۴؍۴۵۱ زکریا)
অর্থ মেয়াদ নির্ধারন করে চাকুরী করা জায়েজ আছে,,,,,।
,
والله أعلم بالصواب
.
উত্তর লিখনে
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM