ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এক পুরুষ অন্য পুরুষের কোন কোন অঙ্গের দিকে দৃষ্টিপাত করতে পারবে,
এসম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে,
وَيَجُوزُ أَنْ يَنْظُرَ الرَّجُلُ إلَى الرَّجُلِ إلَّا إلَى عَوْرَتِهِ كَذَا فِي الْمُحِيطِ وَعَلَيْهِ الْإِجْمَاعُ، كَذَا فِي الِاخْتِيَارِ شَرْحِ الْمُخْتَارِ. وَعَوْرَتُهُ مَا بَيْنَ سُرَّتِهِ حَتَّى تُجَاوِزَ رُكْبَتَهُ، كَذَا فِي الذَّخِيرَةِ
একজন পুরুষ অন্য পুরুষের দিকে সতর ব্যতীত অন্যান্যস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারবে,এর উপর ইজমা বা উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে।মুহিত ইত্যাদি গ্রন্থাবলীতে এভাবেই বর্ণিত আছে। পুরুষ-পুরুষের সামনে সতর হচ্ছে,নাভীর নিচ থেকে হাটু পর্যন্ত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩২৭) বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/572
(২) সাবালক হওয়ার পূর্বে শরীয়তের কোনো বিধি-বিধান কার্যকর হয় না। তবে সাবালক হওয়ার পূর্বে বাচ্ছা যদি এমন পর্যায়ের হয় যে, তাকে দেখলে কামভাব জাগ্রত হয়, তাহলে তাদের জন্য সম্পূর্ণ সতর ঢেকে রাখা এমনকি মেয়ে বাচ্ছার জন্য পর্দা করাও ফরয।
(৩) বাবা মারা যাওয়ার পর ময়ে যদি তার ভাইয়ের কাছে হক চায়, তাহলে ভাইদের জন্য হক বোনের হক আদায় করা ওয়াজিব।উন্নত সম্পদ বোনরা পাবে না বা বোনদের কোনো হক বা অধিকার নেই, এমন কথা বলা কখনো উচিৎ হবে না, এবং জায়েযও হবে না।