অসতর্কতাবশত একটি চামড়ার মানিব্যাগে অদৃশ্যমান নাপাকি লেগে যায়।এখন যদি নাপাকী লেগে থাকা চামড়ার মানিব্যাগ প্রবাহিত পানিতে তিনবার ভালো করে ধোয়া হয়ে থাকে তবে কি সেটা পবিত্র হয়ে যাবে? নাকি প্রতিবার থেমে থেমে পানি টপকানো জরুরী?(যদিও ট্যাপের নিচে রেখে ধোয়ার সময় বেশ ভালো পরিমাণ পানি টপকে গেছে)