ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
" يَجُوزُ تَكْرَارُ النَّظَرِ إِنِ احْتَاجَ إِلَيْهِ لِيَتَبَيَّنَ هيئتها ، فَلاَ يَنْدَمُ بَعْدَ النِّكَاحِ ، إِذْ لاَ يَحْصُل الْغَرَضُ غَالِبًا بِأَوَّل نَظْرَةٍ ".
বারংবার দৃষ্টি দেয়া জায়েয।যাতেকরে পাত্রীর পূর্ণ অবয়ব পরিস্কার ভাবে ফুটে উঠে।এবং যাতেকরে বিয়ে পরবর্তী লজ্জিত হতে না হয়।কেননা একবারের দৃষ্টি অধিকাংশ সময়ে যথেষ্ট নাও হতে পারে।(আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ-২২/১৭)
সরাসরি পাত্র-পাত্রী দেখা সম্ভব হলে তখন ছবি তোলা ও ছবি প্রেরণ করা জায়েয হবে না।তবে যদি সরাসরি দেখা সম্ভব না হয়,তাহলে অনলাইনে ছবি দেখা যেতে পারে, এবং এজন্য ছবি প্রেরণ করাও জায়েয হবে। হ্যা, পাত্র-পাত্রীদের জন্য একে অন্যর দিকে বা একে অন্যর ছবির দিকে বারংবার দৃষ্টি দেওয়া বৈধ রয়েছে।