আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
150 views
in পবিত্রতা (Purity) by (61 points)
ইসতিনজা করার পর পানি থাকা স্বত্তেও শুধু টিস্যু ব্যাবহারে কি পবিত্রতা আদায় হবে?

এক্ষেত্রে ৩টি ঢিলা ব্যাবহার করা কি আবশ্যক নাকি ১টি তেও হয়ে যাবে কিন্তু ৩টি করা উত্তম

এক্ষেত্রে পরবর্তীতে ঘাম অথবা পানি লাগার মাধ্যমে উক্ত স্থান ভিজে যাওয়ার ফলে কি নাপাকি প্রকাশিত হবে কিংবা কাপড় নাপাক হবে।

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2151 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, 
প্রস্রাব পায়খানা করার পর শুধুমাত্র ঢিলা বা শুধুমাত্র পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। এমনকি পানি থাকাবস্থায়ও ঢিলা ব্যবহার করা যাবে।এবং ঢিলা ও পানি উভয়টিকে একসাথেও ব্যবহার করা যাবে।
শুধুমাত্র ঢিলা ব্যবহার করে পবিত্রতা অর্জন করা সম্পর্কে যেমন হাদীসে বর্ণিত রয়েছে,
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( من توضأ فليستنثر ، ومن استجمر فليوتر )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি অজু করতে যাবে সে যেন তিনবার নাকে পানি দেয়ার পর নাককে জেড়ে পরিস্কার করে।আর যে ব্যক্তি ঢিলা ব্যবহার করতে যাবে সে যেন বেজোড় সংখ্যার ঢিলা ব্যবহার করে। (সহীহ বোখারী-১৫৯,সহীহ মুসলিম-২৩৭)

ঢিলা কয়বার ব্যবহার করা হবে,এ সম্পর্কে উলামায়ে কেরামদের মতবিরোধ রয়েছে।কেউ বলেন,উদ্দেশ্য হল পরিস্কার সুতরাং একটি ঢিলা দ্বারা পরিস্কার করে নিলেই সেটা যথেষ্ট হয়ে যাবে।কেউ বলেন,তিনটি ঢিলা ব্যবহার করা পবিত্রতা অর্জনের জন্য শর্ত। যেমন হযরত সালমান ফারসি রাযি থেকে বর্ণিত,
عن سلمان الفارسي رضي الله عنه قال : ( نهانا النبي صلى الله عليه وسلم أن نستنجي بأقل من ثلاثة أحجار )
তিনি বলেন,রাসূলুল্লাহ সাঃ আমাদেরকে তিনটি ঢিলার চেয়ে কম ব্যবহার করতে নিষেধ করেছেন।(সহীহ মুসলিম-২৬২)

ঢিলা এবং পানিকে একসাথে ব্যবহার করা, এ নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বিদআত বলেন। এবং কেউ কেউ উত্তম বলেন। ফাতাওয়ায়ে মাহমুদিয়্যায় বর্ণিত রয়েছে,মাঠির ঢিলা ব্যবহার করে অতপর পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করা উত্তম। তবে শুধুমাত্র ঢিলা বা টিস্যু দ্বারাও পবিত্রতা অর্জন করা যাবে। (ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/২৯১) (শেষ) 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ইসতিনজা করার পর পানি থাকা স্বত্তেও শুধু টিস্যু ব্যাবহারে পবিত্রতা আদায় হবে। 
(২) ৩টি ঢিলা ব্যাবহার করা আবশ্যক নয় বরং উত্তম।
(৩) পরবর্তীতে ঘাম অথবা পানি লাগার মাধ্যমে উক্ত স্থান ভিজে গেলে শরীর বা কাপড় নাপাক হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...