ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবু বকর ইবন আবি মারয়াম রাহ, হতে বর্ণিত যে,
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، قَالَ : حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي مَرْيَمَ ، قَالَ : كَانَتْ لِمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ ، جَارِيَةٌ تَبِيعُ اللَّبَنَ ، وَيَقْبِضُ الْمِقْدَامُ الثَّمَنَ ، فَقِيلَ لَهُ : سُبْحَانَ اللَّهِ أَتَبِيعُ اللَّبَنَ وَتَقْبِضُ الثَّمَنَ فَقَالَ : نَعَمْ ، وَمَا بَأْسٌ بِذَلِكَ ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَنْفَعُ فِيهِ إِلَّا الدِّينَارُ وَالدِّرْهَمُ
হযরত মিক্বদাম ইবনে মা’দি কারিব রাযি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শনেছি যে, রাসূলুল্লাহ সাঃ বলেন, মানবজাতির উপর এমন সময় অবশ্যই আসছে যখন দিনার (স্বর্ণমুদ্রা) ও দিরহাম (রৌপ্যমুদ্রা) ছাড়া ব্যবহার করার মত বা উপকারী আর কিছুই থাকবে না।- (মুসনাদে আহমদ-১৬৯৩৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুহাক্কিক উলামায়ে কেরাম যেমন শু’আইব আল-আরনুত্ব, আদিল মুরশিদ সহ বিজ্ঞ উলামারা বলেন, উক্ত হাদীসের সনদ দুর্বল। কেননা উক্ত হাদীসে আবু-বকর ইবনে আবি-মারয়াম রাবী হলেন, দুর্বল রাবী। এবং ইক্ত হাদীসের সনদ মুনকাতি। কেননা আবু-বকর ইবনে আবি-মারয়াম হযরত মিক্বদাম রাযির যুগ পান নি, বা সাক্ষাৎ হয়নি। যেমন ইবনে হাজার আসকালানী রাহ বলেন,
أبو بكر بن أبي مريم لم يدرك المقدام بن مَعْدِي كَرِبَ، وباقي رجاله ثقات رجال الصحيح. أبو اليمان: هو الحكم بن نافع الحمصي. انتهى
আতরাফুল মুসনাদ-৫/৩৯২)
হাদীসের সনদ দুর্বল হলেও তার অর্থ বিশুদ্ধ। কেননা এ পুজিবাদী অর্থ ব্যবস্থায় অনেক মানুষের অবস্থাই এমন যে, তারা টাকা ব্যতীত আর কোনো জিনিষকে উপকারী মনে করে না।