বিসমিহি তা'আলা
জবাবঃ-
প্রত্যেক প্রকাশনী-ই তাদের প্রকাশকৃত কুরআনের প্রথমেদিকে বা শেষদিকে বিরামচিহ্ন সম্বলিত কিছু নীতিমালা দিয়ে থাকে।সে সব নীতিমালা অনুযায়ী-ই কুরআন তেলাওয়াত করবেন।
এক্ষেত্রে পরামর্শ হল,ছোট আয়াত হলে এক আয়াত এক শ্বাসেই পড়ে নিবেন।লম্বা আয়াত আয়াত হলে সুবিধামত মধ্যখানের কোনো এক চিন্থে বিরাম নিবেন।কোথায় বিরাম নেয়া উত্তম আর কোথায় বিরাম নেয়া অনুত্তম, সেটা ওখানেই পাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।
আল্লাহ-ই ভালো জানেন।
পরামর্শ প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.