আসসালামুয়ালাইমু ওয়ারহমাতুল্লাহ্
আমার এক পরিচত আপু, উনার হাসব্যান্ড উনাকে মোট তিনবার তালাক শব্দটি বলেছেন। প্রতিবারই আলাদা আলাদা সময়ে বলেছেন। কিন্তু সমস্যা হল, পরের দুই বার উনাদের মনে আছে স্পষ্ট, উনারা নিজেরাই বুঝেছেন যে এতে দুই তালাক হয়ে গিয়েছে, কিন্তু প্রথমবার ঠিক কিভাবে বলেছিলেন এটা উনার হাসব্যান্ডের মনে নেই। মানে প্রথমবার যখন বলেন, তখন-- 'আমি তোমাকে তালাক' এটুকু বলে উনি নিজেকে সামলে নিয়েছিলেন (ফোনে)।
এখন এই সিচুয়েশানে উনাদের বৈবাহিক সম্পর্ক শরীয়াহ অনুযায়ী কি হালাল থাকবে কিনা?