ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
তাওবা এ জোর না পাওয়া অর্থ কি? আমাদেরকে কমেন্টে জানাবেন।এই বিষয় নিয়ে আর নতুন প্রশ্ন না করে বরং কমেন্ট করবেন।
(২)
এক মাযহাবের মধ্যে মতবিরোধ থাকলেও যে মতকে পরবর্তী ফুকাহাগণ তারজিহ দিয়ে ফাতাওয়ায় দিয়েছেন,আপনি সেটাকেই গ্রহণ করবেন।
(৩)
মাকরুহে তাহরিমী প্রায় হারামের কাছাকাছি। মাকরুহে তাহরিমী থেকে বেচে থাকা ওয়াজিব।নয়তো এর জন্য গোনাহ হবে।
আর মাকরুহে তানযিহি তথা শরীয়ত যাকে অপছন্দ করে যদিও বিষয়টি জায়েয।
(৪)এজন্যই বলা হয়,সাধারণ মানুষের জন্য দলীল দেখার প্রয়োজন নাই কেননা তারা হিতে বিপরীত বুঝে নিতে পারে।সাধােণ মানুষের জন্য কোনো একটি মাযহিবের আগাগোড়া অনুসরণ ওয়াজিব।