ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) বুজুর্গানে কেরাম থেকে বর্ণিত রয়েছে যে, নামায হল মু’মিনের মে’রাজ স্বরূপ। যেমন হাদীসে বর্ণিত রয়েছে,
قَالَ مَا الإِحْسَانُ قَالَ " أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ ".
ঐ ব্যক্তি জিজ্ঞেস করলেন, ‘ইহসান কী?’ তিনি বললেনঃ ‘আপনি এমনভাবে আল্লাহর ‘ইবাদাত করবেন যেন আপনি তাঁকে দেখছেন, আর যদি আপনি তাঁকে দেখতে না পান তবে (মনে করবেন) তিনি আপনাকে দেখছেন।’ ( সহীহ বুখারী-৫০, হাদীসে জিবরাইল)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাযে এমনভাবে দাড়াতে হবে যে, তুমি আল্লাহকে দেখছো। সুতরাং আল্লাহর সামনে যেভাবে দাড়াতে হয়, ঠিকসেভাবে নামাযে দাড়াতে হবে।
(২) নাশুকরি এবং অহংকার মানুষের আ’মলকে নষ্ট করে দেয়।
(৩) আল্লাহর যিকির
(৪) জ্বী, আল্লাহর কাছে জান্নাত চেয়ে দু’আ করা যাবে।