আমার একবন্ধুর দাড়ি আছে একমুঠ। কিন্তু সে নামাজ এক ওয়াক্ত-ই পড়ে না (নাম তার সজীব)।
এই সজীবের দাড়ি রেখে নামাজ না পড়া নিয়ে মানে দাড়ি আছে কিন্তু নামাজ নাই,,এই কান্ডের উপর ভিত্তি করে আমার আরেক বন্ধু (তার নাম আসিফ) সজীবকে বলে ফেললো,
""দুইখানা দাড়ি রেখেছো বাল (না'উযুবিল্লাহ্)। আর নামাজ এক ওয়াক্ত কেন পড়োসসসস না"""
উপরের প্রথম কথায় দাড়িকে বাল বলা হয়েছে,,ব্যক্তিকে বাল বলে নাই। যে বলেছে তার নিজের দাড়ি নেই। সে নিজেও দাড়িকে ঘ্ৃনা, অবহেলা, তুচ্ছ মনে করে না। উপোরক্ত ঘটনার প্রেক্ষিতে সে দাড়িকে বাল বলার কারনে বন্ধু আসিফের ঈমান চলে যাবে কি?
(বি:দ্র: আবারো বলছি,, দাড়িকে বাল বলেছে,,ব্যক্তিকে নয়
আবার দাড়ির প্রতি কোনো বিদ্রুপটাও নেই )