আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
360 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
১। জাহান্নামির কি কোন আলামত আছে বেচে থাকা মানুষ এর মাঝে?

২। উপুর হয়ে যে ঘুমায় অনেকে বলে সে জাহান্নামি। কতটা সঠিক।

৩। উপুর হয়ে ঘুমানো কি গুনাহ?উত্তর এর আশায় রইলাম। অগ্রিম ধন্যবাদ।

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
১।আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা পরকালে মুসলমানদেরকে প্রতিধান সরূপ জান্নাত দিবেন।এবং অমুসলিমদদেরকে প্রতিধান স্বরুপ জাহান্নাম দিবেন।কুফুর হচ্ছে জাহান্নামের আলামত। তাছাড়া ছোট-বড় গোনাহগুলোও হচ্ছে সাময়িক জাহান্নামের আলামত।

কিন্তু এগুলা নিশ্চিত কোনো আলামত বা প্রমানাদি নয়,কেননা আল্লাহ তা'আলা ইচ্ছা করলে নিজ কৃপায় পাহাড় সমপরিমাণ গোনাহকেও মাফ করে দিতে পারেন।

এছাড়া অন্যান্য কোনো অভ্যাসগত বা প্রাকৃতিক বিষয়াদি জাহান্নামের আলামত হতে পারে না।তবে হ্যা জাহান্নামে যেভাবে মানুষগণ বসবাস করে ঠিক সেভাবে পৃথিবীতেও কোনো মানুষ বসবাস করতে পারে।যেমন জাহান্নামে কাল পোষাক পরিধান করানো হবে,এবং তথাকার অধিবাসিগণ নিখুঁত কাল হবে।এমনটাই বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমানিত হয়।তাই বলে কি যেই পৃথিবীতে কাল হয়ে জন্মাবে বা কাল রং/কাপরকে পছন্দ করবে, সেটাই তার জাহান্নামের আলামত হয়ে যাবে।
না তা কখনই সম্ভব হতে পারে না।

২। জাহান্নামের অধিবাসিগণকে উপূর করে শুয়ানো হবে।এটা তাদেরকে তথায় শাস্তিসরূপ করা হবে।রাসূলুল্লাহ সাঃ আমাদেরকে ডান কাদে শয়ন করার পরামর্শ দিয়েছেন।কেননা তা মানব শরীরের জন্য অত্যান্ত ফায়দাজনক।এবং এর বিপরীত শয়ন মানবশরীরের জন্য ব্যাপক ক্ষতিকর।

দেখুন একটি হাদীসে রাসূলুল্লাহ সাঃ উপূর হয়ে শয়ন কারীকে কিভাবে ধমক দিয়েছেন।
ﻳَﻌِﻴﺶُ ﺑْﻦُ ﻃِﻬﻔَﺔَ ﺍﻟﻐﻔﺎﺭﻱ ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻗَﺎﻝَ : ﺿﻔﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻴﻤﻦ ﺗﻀﻴﻔﻪ ﻣﻦ ﺍﻟﻤﺴﺎﻛﻴﻦ ( ﺃﻱ ﻧﺰﻟﺖ ﻋﻠﻴﻪ ﺿﻴﻔﺎ ) ﻓﺨﺮﺝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺍﻟﻠﻴﻞ ﻳﺘﻌﺎﻫﺪ ﺿﻴﻔﻪ ﻓﺮﺁﻧﻲ ﻣﻨﺒﻄﺤﺎ ﻋﻠﻰ ﺑﻄﻨﻲ ﻓﺮﻛﻀﻨﻲ ﺑﺮﺟﻠﻪ ﻭﻗﺎﻝ ﻻ ﺗﻀﻄﺠﻊ ﻫﺬﻩ ﺍﻟﻀﺠﻌﺔ ﻓﺈﻧﻬﺎ ﺿﺠﻌﺔ ﻳﺒﻐﻀﻬﺎ ﺍﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ . ﻭﻓﻲ ﺭﻭﺍﻳﺔ : ﻓَﺮَﻛَﻀَﻪُ ﺑِﺮِﺟْﻠِﻪِ ﻓَﺄَﻳْﻘَﻈَﻪُ ﻓَﻘَﺎﻝَ ﻫَﺬِﻩِ ﺿِﺠْﻌَﺔُ ﺃَﻫْﻞِ ﺍﻟﻨَّﺎﺭِ ﺭﻭﺍﻩ ﺃﺣﻤﺪ : ﺍﻟﻔﺘﺢ ﺍﻟﺮﺑﺎﻧﻲ 14/244 .245- ﻭﺭﻭﺍﻩ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﺭﻗﻢ 2798 ﻁ . ﺷﺎﻛﺮ ﻭﺭﻭﺍﻩ ﺃﺑﻮﺩﺍﻭﺩ ﻓﻲ ﻛﺘﺎﺏ ﺍﻷﺩﺏ ﻣﻦ ﺳﻨﻨﻪ ﺭﻗﻢ 5040 ﻁ . ﺍﻟﺪﻋﺎﺱ ﻭﺍﻟﺤﺪﻳﺚ ﻓﻲ ﺻﺤﻴﺢ ﺍﻟﺠﺎﻣﻊ 2270 - 2271
তরজমাঃ
ইয়াঈশ ইবনে ত্বিহাফাতাল আনসারী তিনি তার পিতা থেকে বর্ণনা করে বলেনঃআমি একবার রাসূলুল্লাহ সাঃ এর মেহমান হলাম,নবীজী সাঃ রাত্রে  মেহমানদের খোজ-খবর নেওয়ার জন্য বের হলেন।এবং আমাকে মসজিদে উপূর হয়ে (পেঠের উপর ভর দিয়ে)শুতে দেখতে পেলেন।হঠাৎ একব্যক্তি আমাকে পা দিয়ে নাড়া দিল,এবং বললঃ"ও হে তুমি এমন ককরে শয়ন করিও না।কেননা এটা এমন এক শয়ন পদ্ধতি যাকে আল্লাহ তা'আলা অপছন্দ করেছেন।জামে-তিরমিযি-২৭৯৮।

এখানে আমরা দেখতে পাচ্ছি,
উপূর হয়ে শয়ন কারীকে রাসূলুল্লাহ সাঃ কঠোর ধমক দিয়েছেন।যাতে করে অপ্রয়োজনে ইচ্ছাকৃতভাবে উপূর হয়ে কেউ শয়ন না করে।এর অর্থ এই নয় যে, যে ব্যক্তি উপূর হয়ে শয়ন করবে,আল্লাহ তা'আলা তাকে জাহান্নামে প্রেরণ করবেন।

৩।
চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ
"আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায় " উপূর হয়ে ঘুমের  হুকুম সম্পর্কিত বিবরণ  এভাবে এসেছে,
ومن النوم المكروه: نوم الرجل منبطحا على وجهه فإنها ضجعة يبغضها الله تعالى،
তরজমাঃ
মাকরুহ ঘুম সমূহ থেকে একটি ঘুম। হচ্ছে,উপূর হয়ে(তার পেঠের উপর ভড় দিয়ে)ঘুমানো,কেননা এটা এমন একটা ঘুম যাকে আল্লাহ তা'আলা অপছন্দ করে থাকেন।(৪২/১৭)
আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...