আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
721 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (36 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ
পিতৃ সম্পত্তির বিষয়ে ভাই বোনদের এভাবে বলেছেন স্বাভাবিকভাবে বুঝিয়ে যে যদি তোমরা সম্পত্তির ভাগ নিতে চাও অসুবিধা নেই নিতে পারো আবার যদি তোমরা আমার সন্তানদের খুশি মনে দিতে চাও তাও দিতে পারো।এখন যদি বোনেরা তাদের  সম্পত্তির হক নেন তাহলে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি তারা সম্পত্তি না আনেন তাহলে কি ভাই হক নষ্টকারী হবে। বোনেরা চাচ্ছেন নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য সম্পত্তি আনতে আবার ভয় হচ্ছে ভাই যদি খুশি হন না।।

 এক্ষেত্রে করনীয় কি? সম্পত্তির হক নেওয়া কি উচিত হবে নাকি ভাইয়ের সন্তানদের জন্য দেওয়া উচিত????

1 Answer

0 votes
by (574,260 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


কোনো ব্যাক্তির ছেলে মেয়ে থাকলে তার ভাই বোন সম্পদ পাবে কিনা.আমরা প্রথমে সেই মাসয়ালা জেনে নেই।
,
ইসলামের নিয়ম অনুসারে মাইয়্যিতের সম্পদ বণ্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নীতি হলো আল আকরাব ফাল আকরাব।
অর্থাৎ আসাবার ক্ষেত্রে নিকটের আসাবা থাকলে দূরবর্তী আসাবাগন বঞ্চিত হয়ে যান।

والثاني الأقرب والأقرب كما ذكرنا في العصبات 
(السراجي في الميراث ٤٤)
بأنهم يرجحون بقرب الدرجة فالاقرب منهم يحجب الأبعد حجب حرمان سواء اتحدا في السبب أو لا 
সারমর্মঃ
২য় নাম্বার হলো আল আকরাব ফাল আকরাব।
কেননা তারা প্রাধান্য পাবে নিজেদের স্তরের কারনে,নিকটতম ব্যাক্তি দূরবর্তীকে বঞ্চিত করে দিবে।   
এই নীতির স্বপক্ষে হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الآيَةَ : (مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ) وَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ وَإِنَّ أَعْيَانَ بَنِي الأُمِّ يَتَوَارَثُونَ دُونَ بَنِي الْعَلاَّتِ الرَّجُلُ يَرِثُ أَخَاهُ لأَبِيهِ وَأُمِّهِ دُونَ أَخِيهِ لأَبِيهِ

আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, তোমরা এ আয়াত পাঠ করে থাকঃ  “যা কিছু তোমরা ওয়াসিয়াত কর বা যে ঋণ রয়েছে তা আদায় করার পর........" (সূরাঃ  আন-নিসা-১২)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়াত পূরন করার পূর্বে ঋণ আদায়ের ফায়সালা দিয়েছেন। বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাইদের আগে সহোদর ভাই উত্তরাধিকারী হবে (যদি মৃত ব্যক্তির উভয় ধরনের ভাই থাকে)। সহোদর ভাই উত্তরাধিকারী হবে, বৈমাত্রেয় ভাইয়ের পূর্বে।

হাসান, ইবনু মা-জাহ (২৭১৫) তিরমিজি ২০৯৪)
,
★সুতরাং মৃতব্যাক্তির যদি ছেলে মেয়ে থাকে,তাহলে তার ভাই বোন কোনো সম্পদই পাবেনা।
আর যদি মৃতব্যাক্তির শুধু মেয়ে থাকে,ছেলে না থাকে,তাহলে তার ভাই বোন সম্পদ পাবে।
এক্ষেত্রে একজন মেয়ে থাকলে মেয়ে পাবে অর্ধেক,বাকি অর্ধেক ভাই বোনদের  মাঝে বন্টন করা হবে।
দুই বা ততোধিক মেয়ে থাকলে তারা তিন ভাগের দুই ভাগ সম্পদ পাবে।
বাকি এক ভাগ মৃত ব্যাক্তির ভাই বোনেরা পাবে।
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত ব্যক্তির যদি ছেলে থাকে,তাহলে প্রশ্নে উল্লেখিত বোনেরা কোনো সম্পদই  পাবেনা।
ভাইয়ের সম্পত্তিতে তাদের কোনো হক নেই।
তারা কোনো দাবিই করতে পারবেনা।
,
আর যদি ছেলে সন্তান না থাকে,তাহলে তারা সম্পদ পাবে।
এটি তাদের হক।
তারা যদি নিজ থেকে সন্তুষ্টি চিত্তে সম্পদ না নেন,তাহলে এটি ইহসান করা হবে।
আর যদি সন্তুষ্টি চিত্তে নয়,বরং কোনো ভয়ে বা জোরের কারনে বোনেরা সম্পদ না নিলে এতে ভাই হক নষ্টকারী হবে।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উত্তর দানকারী তো প্রশ্নই বুঝতে পারেনি..!!!
পিতার সম্পত্তির বিষয়ে বলেছে, ভাই একাই সম্পদ নিয়ে রেখেছে, সে ক্ষেত্রে বোন সম্পত্তি নিবে নাকি ভাইয়ের সন্তানরা ভালো থাকবেন সেই কারণে নিবে না অথবা ভাই অসন্তুষ্ট হয়ে যাবে সেই জন্য নিবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...