জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো ব্যাক্তির ছেলে মেয়ে থাকলে তার ভাই বোন সম্পদ পাবে কিনা.আমরা প্রথমে সেই মাসয়ালা জেনে নেই।
,
ইসলামের নিয়ম অনুসারে মাইয়্যিতের সম্পদ বণ্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নীতি হলো আল আকরাব ফাল আকরাব।
অর্থাৎ আসাবার ক্ষেত্রে নিকটের আসাবা থাকলে দূরবর্তী আসাবাগন বঞ্চিত হয়ে যান।
والثاني الأقرب والأقرب كما ذكرنا في العصبات
(السراجي في الميراث ٤٤)
بأنهم يرجحون بقرب الدرجة فالاقرب منهم يحجب الأبعد حجب حرمان سواء اتحدا في السبب أو لا
সারমর্মঃ
২য় নাম্বার হলো আল আকরাব ফাল আকরাব।
কেননা তারা প্রাধান্য পাবে নিজেদের স্তরের কারনে,নিকটতম ব্যাক্তি দূরবর্তীকে বঞ্চিত করে দিবে।
এই নীতির স্বপক্ষে হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الآيَةَ : (مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ) وَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ وَإِنَّ أَعْيَانَ بَنِي الأُمِّ يَتَوَارَثُونَ دُونَ بَنِي الْعَلاَّتِ الرَّجُلُ يَرِثُ أَخَاهُ لأَبِيهِ وَأُمِّهِ دُونَ أَخِيهِ لأَبِيهِ
আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, তোমরা এ আয়াত পাঠ করে থাকঃ “যা কিছু তোমরা ওয়াসিয়াত কর বা যে ঋণ রয়েছে তা আদায় করার পর........" (সূরাঃ আন-নিসা-১২)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়াত পূরন করার পূর্বে ঋণ আদায়ের ফায়সালা দিয়েছেন। বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাইদের আগে সহোদর ভাই উত্তরাধিকারী হবে (যদি মৃত ব্যক্তির উভয় ধরনের ভাই থাকে)। সহোদর ভাই উত্তরাধিকারী হবে, বৈমাত্রেয় ভাইয়ের পূর্বে।
হাসান, ইবনু মা-জাহ (২৭১৫) তিরমিজি ২০৯৪)
,
★সুতরাং মৃতব্যাক্তির যদি ছেলে মেয়ে থাকে,তাহলে তার ভাই বোন কোনো সম্পদই পাবেনা।
আর যদি মৃতব্যাক্তির শুধু মেয়ে থাকে,ছেলে না থাকে,তাহলে তার ভাই বোন সম্পদ পাবে।
এক্ষেত্রে একজন মেয়ে থাকলে মেয়ে পাবে অর্ধেক,বাকি অর্ধেক ভাই বোনদের মাঝে বন্টন করা হবে।
দুই বা ততোধিক মেয়ে থাকলে তারা তিন ভাগের দুই ভাগ সম্পদ পাবে।
বাকি এক ভাগ মৃত ব্যাক্তির ভাই বোনেরা পাবে।
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত ব্যক্তির যদি ছেলে থাকে,তাহলে প্রশ্নে উল্লেখিত বোনেরা কোনো সম্পদই পাবেনা।
ভাইয়ের সম্পত্তিতে তাদের কোনো হক নেই।
তারা কোনো দাবিই করতে পারবেনা।
,
আর যদি ছেলে সন্তান না থাকে,তাহলে তারা সম্পদ পাবে।
এটি তাদের হক।
তারা যদি নিজ থেকে সন্তুষ্টি চিত্তে সম্পদ না নেন,তাহলে এটি ইহসান করা হবে।
আর যদি সন্তুষ্টি চিত্তে নয়,বরং কোনো ভয়ে বা জোরের কারনে বোনেরা সম্পদ না নিলে এতে ভাই হক নষ্টকারী হবে।