আসসালামু আলাইকুম,
আমি আমার স্ত্রীকে মোহরানা বাবদ ১ ভরির কিছু বেশির স্বর্ণের হার দিয়েছি। স্ত্রী তার বাড়ি থেকে কানের দুলের জন্য কিছু স্বর্ণ পেয়েছে। সব মিলিয়ে তার কাছে ১.৫ ভরি স্বর্ণ আছে, যার সবটাই এক বছর যাবৎ সে ব্যবহার করেনি। এখন প্রশ্ন হল তাকে কি এই স্বর্ণের উপর যাকাত দিতে হবে (রুপার নেসাব হিসেব করে)।