আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শায়খ। শায়খ, আমার একজনের সাথে পরিবার থেকে বিয়ে ঠিক করা হয়েছে আলহামদুলিল্লাহ । পাত্রের বাবা আরও ৬মাস বা তার বেশি সময় নিয়েছে বিয়ের ডেট ঠিক করার জন্য। আমার বাসা থেকে বারবার আমরা তাগাদা দিয়েছি তাদের তাড়াতাড়ি বিয়ের জন্য। কিন্তু তারা এখনই চাচ্ছে না, তার ছোট মেয়ের ফাইনাল পরীক্ষা ও আমার ফাইনাল পরীক্ষার জন্য মূলত তারা সময় নিচ্ছে। এমতাবস্থায় পাত্র চাচ্ছে কোন পক্ষের অভিভাবককে না জানিয়ে বিয়েটা নিজেরা করিয়ে ফেলতে। কারণ, ছেলে ও মেয়ের দ্বীনের বুঝ আসার আগে একটা হারাম সম্পর্কের মত কিছু ছিল। এখন তাদের জন্য এত লম্বা একটা সময় মেজর কোন কারণ ছাড়া অপেক্ষা করাটা কষ্টদায়ক খুবই। এমতাবস্থায় যদি তারা তাদের বাবা মাকে ছাড়াই বিয়ে করে নেয় তারা কি গুনাহগার হবে? তাদের বিয়েটা হলে তারা বড়জোর ফোনে কন্টাক্ট রাখতে পারবে, আর তারা এটার জন্যই বিয়ে করতে চাচ্ছে। কিন্ততু পাত্রের বাসায় রেস্পন্সই নেই।