আসসালামু আলাইকুম।
আমি আপনাদের গ্রুপের
প্রশ্ন - উত্তর পর্বগুলো পড়ে জানতে পেরেছি যে সহবাসের পূর্বে কোন কারনে স্ত্রীর সাথে তালাক হয়ে গেলে,কেউ যদি চায় পুনরায় ঐ স্ত্রীকে গ্রহণ করতে, তাহলে উক্ত স্বামী- স্ত্রী পুনরায় বিবাহ করে নিলেই উক্ত স্বামী - স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্ক আবার বৈধ হয়ে যায়,শরীয়তসম্মত হয়ে যায়।
আমার প্রশ্ন হলো,স্বামী - স্ত্রীর মধ্যে যদি সহবাস না হয়ে,নিম্নোক্ত কর্মকান্ড সংগঠিত হয়,তাহলে তারাও তালাক হওয়ার পর পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিবাহ শুদ্ধ হবে কি????
*****একদিন সিনেম হলে গিয়ে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল,হালকা চুম্বন করেছিলো,স্বামী তার স্ত্রীর বুক ও স্পর্শ করেছিল,স্ত্রী ও স্ত্রীর নিজ হাত দিয়ে তার স্বামীর নিম্নাংশ স্পর্শ করেছিল এবং এর ফলে তার স্ত্রীর হাতে স্বামীর বীর্যও লেগে গিয়েছিল।
সিনেমা হলে মানুষ কম থাকায় এবং অন্ধকার পরিবেশ থাকার কারনে এসব সংগঠিত হয়ে গিয়েছিল।
এর বাহিরে তাদের মাঝে আর কিছুই সংগঠিত হয় নাই।বিয়ের পর থেকেই দুজন আলাদা বাসায় নিজেদের বাবা- মায়ের সাথে থাকে।
সম্মানিত মুফতি সাহেব, উপরোক্ত কাজগুলো সংগঠিত হলেও তাদের মাঝে সহবাস তো হয় নাই এবং সিনেমা হল তো শরীয়তসম্মতভাবে সহবাস করার জায়গাও না, তাহলে কি তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা বিয়ে করে নিলে সম্পর্ক বৈধ হবে?শরীয়তসম্মত হবে?