বিসমিহি তা'আলা
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রসূলের (সাঃ) আনুগত্য কর এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।(সূরা মুহাম্মাদ-৩৩)
সুন্নত/নফল ইবাদত শুরু করার পর আর ভাঙ্গা যাবে না।সুতরাং নফল রোযা বা সালাত শুরু করার পর বিনা প্রয়োজনে আর ভাঙ্গা যাবে না।বিনা প্রয়োজনে ভাঙ্গলে অবশ্যই গোনাহ হবে এবং পরবর্তীতে কা'যা করা ওয়াজিব হবে।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.