বিসমিহি তা'আলা
জবাবঃ-
জ্বী, অবশ্যই সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে।এবং সেই দাওয়াতি কাজকে আমাদের জন্য গ্রহণ করা যাবে।তবে যেই সমস্ত স্থানে পরিচয়ের প্রয়োজন রয়েছে,সে সকল স্থানে পরিচয় প্রদান করাই উচিৎ।বিশেষ করে যে সকল স্থানে পরিচয় না দিলে হিতে বিপরিত হওয়ার সম্ভাবনা রয়েছে,সে সকল স্থানে পরিচয় প্রদান করা অতীব জরুরী।যেমন,তাফসীরে জালালাইনের টিকাকার সম্পর্কে আজ উলামায়ে কেরাম পেরেশান, নির্দিষ্ট করে কারো দিকে সে টিকাকে সম্বন্ধ করা যাচ্ছে না।মুসান্নিফ রাহ কে আল্লাহ এ এখলাছের বিনিময় জান্নাতে দান করুক, আমীন।তবে আমাদের জন্য উক্ত টিকা দ্বারা রেফারেন্স পেশ করতে বেশ বেগ পেতে হয়।এর কারণ বিজ্ঞ মহলে অবশ্যই সমাধিত রয়েছে।
অাল্লাহ আমাদের সবাইকে এখলাছের সাথে কাজ করার তাওফিক দান করুক।আমীন।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.