বিসমিহি তা'আলা
জবাবঃ-
বৈধ ও সহজ উপায়ে নিজের প্রয়োজনকে পূর্ণ করার চেষ্টা করুন।এবং এমনটা করাই আমাদের উচিৎ।তাদের পেইজ-গ্রুপে লাইক করলে যেহেতু সেটা গুরুত্ব ও মাহাত্ম্য চতুর্দিকে চড়িয়ে পড়বে,ফলশ্রুতিতে বেহায়াপনা উলঙ্গপনা চতুর্দিকে চড়াবে।যার মধ্যে আপনারও কিছু চেষ্টা প্রচেষ্টা থাকবে।তাই বিকল্প পথেই প্রয়োজন পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করুন।যদি বিকল্প কোনো পথ খুঁজে পাওয়া না যায়,তাহলে তাদের ঠিকানা সংগ্রহ করে রাখুন।কন্টাক্ট নাম্বার সংগ্রহে রাখুন।সময় মতো তাদের সাথে যোগাযোগ করবেন।
যদি তাদের নিকট কোন পণ্য কখন আসছে,সেটা জানার অন্য কোনো উপায় না থাকে,অন্যদিকে স্বামীকে খুশী করার জন্য এ সব প্রসাধনী আপনার একান্ত প্রয়োজন।সুতরাং এমন পরিস্থিতিতে আপনি লাইক দিয়ে রাখতে পারেন।তবে প্রয়োজন শেষে ডিসলাইক করে দেবেন।কিন্তু যতি স্বামী খুশী করা ব্যতীত অযথা সময় নষ্টা করার জন্য এসব প্রসাধনীর দ্বারস্থ হতে হয়,তাহলে এমন পরিস্থিতিতে লাইক করা জায়েয হবে না।
অাল্লাহ-ই ভালো জানেন।
পরামর্শ প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.