আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। উস্তাদ যাকাত বিষয়ক একটা প্রশ্ন ছিল। এক বোনের পরিবারে বর্তমানে ইনকাম নেই, বাবা কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। কিন্তু করোনার কারণে ইনকাম নেই। বোন প্রাইভেট পড়িয়ে চলতেন, এখন সেটাও প্রায় বন্ধ। তাদের ৮/৯ মাসের বাড়ি ভাড়া বাকি আছে। বাড়িমালিক কারেন্টের লাইন কেটে দিয়েছেন। তাদের কিছু জমি, জমা আছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা বিক্রি করা সম্ভব না। এই বোনকে কী যাকাত দেয়া যাবে, তাদের বকেয়া বাড়ি ভাড়ার ঋণ পরিশোধের জন্য? নাকি সাদাকাহ দিতে হবে?