যদি কোন স্ত্রী খুব রাগের মাথায় তার স্বামী কে বার বার বলে যে আমি তুমাকে তিন তালাক করলাম।একশ তালাকের বিধান নায়।তবুও যদি বলে একশত তালাক করলাম তুমার সাতে আমার কোন বিয়ে নেই।কোন সম্পর্ক নেই। আর তার স্বামী এই তালাক কে অশীকার যায় যে মহিলার তালাকের কোন নিওম নেই।কাবিনের সর্তে এই রকম কোন নিওম লেখাও নেই।যা লেখা আছে তা তুমার বলা এই নিওমের মধ্যে পড়েনা।এখন দয়া জানতে চাই এই বিয়ের সম্পর্কটা হাদিস, মাসায়ালার মধ্যে কত টুকু হালাল হিসাবে গন্য রয়েছে।।প্রশ্নে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।।
জাজাকাল্লাহু খাইরান