বিসমিহি তা'আলা
জবাবঃ-
টাকা শরীয়তের দৃষ্টিতে ক্রমবর্ধমান সম্পদ।মাসিক স্যালারির উপর যাকাতের বিধান আরোপিত হয় না।বরং নিজ ও নিজ পরিবারবর্গের প্রয়োজন মিটানোর পর যদি কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে,এবং সে সম্পদ তার কাছে এক বৎসর থাকে তাহলেই উক্ত সম্পদে যাকাত আসবে। 638
যদি কারো মাসিক বেতন ৪০/৫০ হাজার বা তার চেয়েও বেশী থাকে। কিন্তু নিজ ও নিজের পরিবারের প্রয়োজন মিটানোর পর দেখা গেল বৎসর শেষে তার নিকট কোনো টাকা অবশিষ্ট নেই বা থাকলেও নেসাব পরিমাণ নয়।তাহলে তার উপর যাকাতের বিধান আরোপিত হবে না। 426
যাকাতের নাসাব ৭.৫ তোলা স্বর্ণ, বা ৫২.৫ তোলা রূপা বা তার সমপরিমাণ টাকা।
নেসাব সম্পর্কে জানতে ভিজিট করুন- 1203
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.