আসসালামু আলাইকুম ,কুরআন পড়ার সময় আমরা মূলত সালাতের মতন হিজাব করে কুরআন পড়ি ,কিন্তু যদি কারো মাথায় কাপড় দেয়ায় অসুস্থতা বাড়ে ,কিংবা অন্য সমস্যা হয় কিংবা হয়তো রুমে কেউ থাকলো তাই মাথার কাপড় খুলে রেখে কুরআন পড়লো ...তাহলে কি কোনো সমস্যা হবে ?মূল প্রশ্ন কুরআন পড়ার সময় প্রয়োজনে কি হিজাব খুলে রেখে পড়া যাবে ?