বিসমিল্লা তা'আলা
জবাবঃ-
যাকাত শুধুমাত্র গরীবদেরকেই দিতে হবে(একটা ক্ষেত্র ব্যতীত তথা ৩নম্বর খাত)।যাকাতের যে ৮টি খাত রয়েছে,সবকয়টি অভাব-অনটন কে মানদন্ড রেখেই নির্ধারণ করা হয়েছে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 699
কোনো মানুষ অসুস্থতার ভিত্তিতে যাকাতের হকদার হতে পারবে না।বরং অসুস্থ ব্যক্তি যখন এমন হবে যার নেসাব পরিমাণ মাল নেই,তাহলে শুধুমাত্র সে ব্যক্তিই যাকাতের যোগ্য হবে।(কিতাবুন-নাওয়াযিল-৭/৫৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- 795
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঋণী ব্যক্তি যাকাতের মাল গ্রহণ করতে পারেন।
প্রশ্নে উল্লেখিত ব্যক্তির বাড়িঘর আছে,যা অবশ্যই নেসাব পরিমাণ হবে,তাই উনি যাকাত গ্রহণ করতে পারছেন না।অথচ উনার সাহায্যর প্রয়োজন।
আল্লামা সালমান মনসুরপুরী দাঃবাঃ এ ব্যাপারে একটি পরামর্শ দেন।
এরকম পরিস্থিতির স্বীকার ব্যক্তি একটি সূরতে যাকাত গ্রহণ করতে পারবেন।সেটা হলো,উনি প্রথমে চিকিৎসার খরচ মিটাতে কারো কাছ থেকে প্রয়োজনমত কিছু ঋণ নিয়ে নিবেন।এবং এই টাকাকে চিকিৎসায় ব্যায় করে ফেলবেন।এখন তাহলে উনি ঋণী।আর ঋণদ্বার ব্যক্তির জন্য যাকাত বৈধ। সুতরাং উনার জন্যও যাকাত বৈধ হবে।(কিতাবুন-নাওয়াযিল-৭/৫৮)
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.