১।আল্লাহ পাক এর নাম ছাড়া অন্য কোনো সৃষ্টি বা যে কোনো কিছুর নামে ডাকা বা আল্লাহর নামের সাথে ডাকা। এবং অন্য বা সৃষ্টি বা কোনো কিছু কে আল্লাহ পাক এর নামে ডাকা শিরক কুফরি হবে এ আকিদা সঠিক কিনা ?
২।আমার বাবা হসপিটালে ভর্তি আছে সেটা আমাদের বাড়ি থেকে ৭৫ কিলোমিটার আর আমার আপার বাসা ৭৮ কিলোমিটার। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি বাসায় থাকলে কি মুসাফির হবো? আর হসপিটালে কি মুকিম?