আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আমার স্বামী কাল রাতে তার সাথে কথা কম বলায় বলেছিল আমি আরেকটা করব বিয়ে।রাগে আর কি। কোন নিয়তে বলেছে জানি না।আমার ভয় লাগে নিয়ত জিজ্ঞেস করতে।এখানে আপনি( বলেছিলেন নিয়ত জিজ্ঞেস না করলে) কোন সমস্যা হবে না তাই আমি নিয়ত জিজ্ঞেস করি নি।আমি সরি সরি এভাবে বলতেছিলাম মানে রাগ কমার জন্য। আর হবে না এভাবে বলতেছিলাম।একটু পর ভালো ও হয়ে গিয়েছিল।
আজকে আমার স্বামীকে বলতেছিলাম আমার এমন এমন একটা আত্মীয়ের বউ পরকীয়া করে। তহ আমার স্বামী বলতেছে আরেকটা করতে বল বিয়ে।এটা শুনার পর ভয় চলে আসে মানে এটা কেন বলেছে। আর গতকাল রাতেরটা কেন বলেছে এটা ভেবে।
হুজুর আমার কি স্বামীকে নিয়ত আজও করত হবে? আমার ভয় লাগে উল্টো পাল্টা কিছু বলবে বলে।সে একবার বারণ করেছিল নিয়ত জিজ্ঞেস করার সময় মানে এসব জিজ্ঞেস না করতে আর সে কেনায়া তালাকের বিষয়েও মনে হয় জানে না বিস্তারিত। তহ তখন এই সাইটে বলেছিল নিয়ত জিজ্ঞেস না করলেও কোন সমস্যা হবে না। এখন আমার কি আবার নিয়ত জিজ্ঞেস করতে হবে? কোনদিন পরে কেনায়া শব্দ বললেও কি নিয়ত জিজ্ঞেস না করলে গুণাহ হবে?