আসসালামু আলাইকুম,
কেউ যদি মেহেদী আর্টিস্ট হয় (একজন মেয়ে পর্দার সহিত শুধু মেয়েদের পরিবেশে মেয়েকেই মেহেদী পরাবে) তাহলে তাকে দিয়ে বিয়ের কণে মেহেদী পরিয়ে নিয়ে সেই ছবি বেপর্দার সহিত ননমাহরামদের ও সোস্যাল মিডিয়ায় প্রদর্শন করে তাহলে কী আর্টিস্ট এর গুনাহ হবে?
এই কাজকে পেশা হিসেবে গ্রহণ করা ইসলামী শরিয়ত অনুযায়ী কেমন হবে? (যদি মাহরাম সহিত যেয়ে কাউকে বিয়ের জন্য অথবা অনেক অনৈসলামিক কাজে যেমন জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানের জন্য মেহেদী পরাতে হয়।)
জাযাকাল্লাহু খইরন