কোন স্বামী যদি স্ত্রীকে বলে তুর মত মেয়ে সকালে একটা ছাড়ি আর বিকালে একটা ছাড়ি অথবা যদি বলে ছাড়তে পারি তাহলে কি তালাক হয়?
আরেকটা প্রশ্ন যদি বলে তুর মত মেয়ে আমি দাড়িয়ে ছাড়ি তাহলে কি কোন তালাক হবে?
যদি এমন কারো হয় মানে যদি হয়ে থাকে স্বামী স্ত্রী কেউ না জানে কেন বলেছে কোন উদ্দেশ্য বলেছে তাহলে কি তালাক হবে?