আসসালামুআলাইকুম
বিয়ের প্রায় ৮ মাস হয়েছে আমি ৭ মাসের গর্ভবতী আমার স্বামী দ্বীন ইসলাম সব বুঝে কিন্তু নেশা করে তাই মাথায় ও একটু সমস্যা আছে। আমাকে খাস পর্দায় রাখছিল।কিন্তু সে নেশা করলে আমি তাকে বকি বকতে গেলে মাইর খাই ইনকাম করেনা আমার টাকায় খায় এটা বললেও মারে তবে যখন নেশাগ্ৰস্থ থাকেনা তখন খুব ভালো অনেক আদর করে সব কাজে সাহায করে অবশ্য রাগ বেশি দেখে তার কথার বিপরীত হলে মারতে আসে অত্যাচার করে। তো শেষবার এজন্য অতিষ্ট হয়ে আমি চলে আসি তখন তার ভাইয়ের বিয়ের জন্য আমাকে যেতে বলে আমি শর্ত দেই খারাপ ব্যাবহার করি যাবোনা বলি তখন তার ভাইকে পাঠায় আমি যেতে রাজী হই। নিয়ে যাওয়ার সময় সে এত নেশাগ্ৰস্হ ছিল বুঝতে পারনি বাইক থেকে ফেলে দিতে চায় নাক ফাটায় দেয় পাইপ দিয়ে মারে তখন ৪ মাসের গর্ভবতী ছিলাম। বাবার বাসায় চলে আসি তার মা বাবা নাই চাচারা সবাই মিলে তাকে অনেক শাসন করে মাইর দেয় নেশা ছেড়ে দিতে বলে। আমি প্রায় ২ মাস যোগাযোগ বন্ধ রাখি। ৩ মাসে যোগাযোগ হয় এখন সে ওয়াদা করতেছে ভালো হবে আর মারবেনা কিছু বলবেনা নেশা ছেড়ে দিছে করবেনা। কিন্তু এর আগেও এটা বলেই নিয়ে গেছে মারছে। এখন আমার মা বাবা ভরসা পাচ্ছে না। কিন্তু স্বামীকে এই কয়দিনে একটু চিনলাম সে রাগী হলেও নেশাখোর হলেও অনেক ইমোশনাল তার সাথে কঠোরতা করলে হবেনা ভালোবাসা দিয়ে জয় করা যাবে যদি আল্লাহ চায় তবে তার জন্য নেশা ছাড়া কঠিন এরকম আরও অনেকবার ওয়াদা করছে ছাড়বে রাখেনি। এখন সে বলতেছে সে ভালো হতে চায় তার হাতটা ধরতে এদিকে আমার বা তার পরিবার সবাই ভয় পাচ্ছে আমি গর্ভবতী যদি প্রতিশোধ নেয় এত মাইর খাইল অপমান হল আমি বিশ্বাস করতেছি তারা করেনা তারা পাঠাবেনা। এখন আমার কি করা উচিত তাকে কি শেষবার সুযোগ দেয়া উচিত! নাকি মা বাবার কথামত বাচ্চা না হয়া পর্যন্ত এখানে থাকা উচিত। সে বলতেছে তার মানসিক শান্তির দরকার ভুল করছে এখন সেবা করতে চায়। তার কথাবার্তা চালচলন দেখে বিশ্বাস করতে ইচ্ছা করে। এখন তার কাছে ফিরে যেতে হলে মা বাবাকে না জানায় চলে যেতে হবে তার হাত ধরতে হবে।কারন আমার মা বাবা কিছুতেই ভরসা পায়না।এভাবে কি মা বাবাকে কষ্ট দেয়া ঠিক হবে? আমার কি করা উচিৎ?