আসসালামু আলাইকুম।
আমার সমস্যা হচ্ছে আমি টুইন,আবার বাসায় সবার ছোট। বাসায় তাই ডমিনেট হয়েছি।আমার কোন ফ্রেন্ড ছিলোনা আমার জমজ বোন ছাড়া।টুইনের থেকে আলাদা হওয়ার পর, এইসব সিচুয়েশনের জন্য আমার মধ্যে একটা ভয়েড তৈরি হয়েছে।যেটা আমি হয় ফোন দ্বারা ফিল আপ করি নাইলে মানুষ দ্বারা। এভাবে আমি জাস্ট টাইমটা পাস করছি।কিন্তু তাও আমি একা ফিল করেই যাচ্ছি।মানে একটা বারমুডা ট্রাই এংগেলের মত যতই আমি ভরাট করি ভরাট হয়না।এটার জন্য সব কিছু নিয়ে আমি ইনসিকিউর ফিল করি।আমার ভেতরে নিজের সাথে যে আমার সম্পর্ক নেই এটার প্রভাব আমার বাইরের কাজ,ক্যারিয়ার,সম্পর্কে পড়ছে।আমার মেজাজে পড়ছে।
আমি চাচ্ছি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে যেটা আমাকে একা হতে দিবেনা।আমার কাছে ফোন, মানুষ এমনকি দুনিয়ায় আমি একা থাকবো তখনও ওই সম্পর্ক আমাকে আশ্বস্ত করবে।আমাকে সিকিউর ফিল করাবে।আল্লাহর সাথে ওই সম্পর্ক কিভাবে তৈরি করব?ওই ভরসা আশ্বস্তের জায়গা কিভাবে বানাব।আমার যেহেতু ট্রাস্ট ইস্যু আছে আমি চাই শুধুমাত্র তার ওপর ভরসা করতে।
অন্ধভাবে তাকে চোখ বন্ধ করে আমি ভালো বাসতে চাই,তার ওপর বিশ্বাস করতে চাই।তার জন্য নিজের সবকিছু ছাড়তে চাই।তার প্রেমে আমি পাগল হতে চাই।দুনিয়ার মানুষ থেকে যেটা আমি পাইনি ওই জায়গা টা আমি ফিল আপ করে দেন ক্লোস করতে চাই,যেটা আল্লাহ পর্যন্তই সীমাবদ্ধ