আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। অনেকে একে অপরের সাথে দুষ্টমি করে নামাজে হাসায়।এটা গুণাহ জানে কিন্তু ঈমান ভেঙে যাওয়ার মত কিনা জানে না।মানে এটা দ্বারা ঈমান পর্যন্ত চলে যেতে পারে কিনা জানে না।আর ইসলামের বিষয় অপছন্দ এমনও না বা ঠাট্টা করার নিয়ত ও না। এভাবে না জেনে বা বেখেয়ালে করে ফেললে কি ঈমান চলে যাবে?