আসসালামু আলাইকুম, যাকাত সংক্রান্ত দুটি বিষয় জানার ছিল।
১. উদাহরণ স্বরুপ যদি বলি, ধরুন আমার যাকাতের সময় ১০রজব যা ইংরেজি মাসে ৩১ডিসেম্বর/০১জানুয়ারি। এক্ষেত্রে মাসের স্যালারি আমরা পেয়ে থাকি ১০তারিখ। অর্থাৎ ১০জানুয়ারি পেলাম। এক্ষেত্রে ৩১ডিসেম্বর আমার হাতে যে টাকা ছিল সেটার উপর যাকাত আসবে নাকি যে স্যালারিটা আমি প্রাপ্য ছিলাম কিন্তু তখনো পাইনি, পরে পাবো সেটাও এখানে যুক্ত হবে। এমনিভাবে যদি কোন বছর যাকাত মাসের মাঝামাঝি আসে সেক্ষেত্রে ১৫-২০ দিনের স্যালারি যেটা তখনও পাইনি সেটাও যাকাতের মধ্যে হিসেব করতে হবে নাকি যা আমি পেয়েছি বা আমার হাতে আছে তার উপর হবে।
২. হাতে থাকা সম্পূর্ণ টাকা হিসেব হবে নাকি চলতি যে সাংসারিক প্রয়োজনীয় খরচ হবে সেটা বাদ দেয়া যাবে।