আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। এখানে প্রশ্নে দেখেছি কারো যদি ৮০% মনে হয় হুরমতে মুসাহারাত হয়েছে তাহলে হওয়ার পক্ষে ফতোয়া দিতে।কিন্তু আরেকটা মাসআলাতে বলেছে হবে না যতক্ষণ না শিওর হচ্ছে। অনেক ওয়াসওয়াসা আক্রান্ত মানুষ আছে তাদের ধরেন একবার মনে হয় হয়েছে বেশির ভাগ আবার মনে আসে নয় হয় নি হয়ত।তাহলে কি করা উচিত তাদের?
আর অনেকে ধরেন মনে যা কল্পনা করে তাও হয়েছে মত লাগে তাদের কিন্তু জানে না হয়েছে কিনা।তহ এভাবে কারো ধরেন মনে হচ্ছে কেনায়া তালাকের ব্যাপারে সন্দেহ আসার কারণে যদি প্রশ্ন করার সময় লিখে ফেলে ৭০% মনে হচ্ছে তালাক হয়েছে।কিন্তু আসলে এটা কল্পনা ও হতে পারে।আবার নাও হতে পারে।তহ এভাবে মনে আসার কারণে বা প্রশ্ন করার কারণে কি কোন তালাক হবে? বা মিথ্যা শিকারোক্তি হয়?
পুরোপুরি শিওর না হওয়া পর্যন্ত কি কোন সমস্যা হয়?