স্বপ্নে দেখলাম যে আমি ভাই মা ঘুরতে বেড়িয়েছি একটা জায়গায় সেইখানে গাড়ি থামলে আমি ভাইকে বলি আমি তো পাহাড় ঘেরা পরিবেশ চেয়েছিলাম তো ভাই বলল বাইরে বেরিয়ে এসে দেখ,দিয়ে বাইরে তাকাতেই আমি অনেক অবাক অনেক বেশি খুশি হয়েছি অনেক বেশি সুন্দর জায়গা দেখেই শান্তি পেয়েছি সবুজ পাহাড় চারিদিকে অনেক রকমের ফুল,অনেক মনোরম পরিবেশ দেখেই শান্তি লাগছিল
এটার ইসলামিক তাবীর