প্রথমত ,কম টাকায় কনসালটেন্সি দিয়ে যাত্রীদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করা এই কনসালটেন্সি ব্যবসাটা কি হালাল নাকি হারাম?
দ্বিতীয়ত, এই ব্যবসাতে একজন পুরুষ বেপর্দা নারীর ইন্টারভিউ নিয়ে তা ইন্টারনেটে দিলে কি এই ব্যবসাতে ঐ পুরুষের ইনকামটা হারাম হয়ে যাবে ?
তৃতীয়ত, এই ব্যবসার টাকাটা যদি তার পরিবার, স্ত্রী , বাচ্চাদের দেয় তাহলে তারা কি এটা খরচ করা মুনাসিব হবে?
এখন এগুলো যদি হারাম হয় তাহলে যে এই ব্যবসাটা করছে তাকে কিভাবে বুঝাবো একজন স্ত্রীর প্রশ্ন এটা ।