1.কোন স্ত্রী যদি বলে আমাকে তালাক দাও আরেকটা করব গা বিয়ে।স্বামী যদি বলে দিতে হবে না এতটুকুতে কর গা।তাহলে কি তালাক হবে?স্বামী যদি তালাক না দিয়ে আরেকটা করতে বললে?কিছুদিন আগে এমন একটা প্রশ্নের জবাবে তালাক হবে না বলেছিল মনে হয় এই সাইটে ।এটা নিয়ে সন্দেহ আসার কারণে জিজ্ঞেস করা।
২.স্ত্রী যদি বলে আমাকে তালাক দাও আরেকটা করব গা বিয়ে।স্বামী যদি নিয়ত ছাড়া এমনিতে বলে কর গা আরেকটা তাহলে কি তালাক হবে?