আমার বিয়ের সময় কাবিন নামায় ১৭ নং কলাম এ লিখা ছিল বিশেষ শার্তাদি থাকিলে তাহা:মাসিক খোরপোশ সময়পযোগি ও ভদ্রাচিত ভাবে আদায় করিবেন।
১৮ নং কলাম এ লিখা ছিল : সামি স্ত্রী কে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কি না? করিয়া থাকিলে কি কি শর্তে?হ্যা অর্পন করিয়াছেন ১৯৬১ ইং সালের মুসলিম পারিবারিক আইনের বিধি অনুযায়ী। কাবিন নামায় আমি ও আমার সামি সাইন করি। তখন অধিকারের ব্যাপারে আমি তেমন কিছু জানতাম না। তারপর আমার স্বামী আমাকে একদিন বলে আমাকে যদি তোমার ভাল না লাগে ছেরে দিও আমি কিছু ই বলি না।
তারপর অনেক দিন পর আমি আমার স্বামী কে বলি একটা কাজের কথা যে এই কাজ না করলে আমি বাবার বারি চলে যাব সে বলে গেলে জাও কাকে কি ভয় দেখাও। আমার যতদুর মনে আছে ওই কথা বলার সময় আমার তালাকের নিয়ত ছিল না পরে মনে মনে বলছি যাব কিন্তু তালাক দিব না।
তারপর এক হুজুরের লেকচার এ শুনছি স্ত্রীদের কাছে এই যুগ এ তালাকের অধিকার রাখা উচিত না। তখন ও আমি যানতাম না কাবিন এ আমি অধিকার আছে কি না এই বিষয়ে। আমি অধিকার চাই না তাই আমি আমার স্বামী কে বলি কাবিন এ ১৮ নং কলাম এর জন্য স্ত্রী তালাকের অধিকার পায় তাই স্ত্রি ও তালাক দিতে পারে। তুমি বল আমি তোমাকে তালাকের অধিকার দিলাম না। সে তাই বলে৷
১/তারপর অনেক দিন পর ঝগরা লাগলে আমার স্বামী আমাকে বলে আমি আমার আমার ভাই বোন কে ছারতে পারব না তোমার যদি ভাল না লাগে তাহলে তুমি বাবার বারি চলে যাও। আমি তমাক ছারতে পারব কিন্তু আমার ভাই বোন কে ছারতে পারব না।
২/আমার পরিবারের লোকজন কে ভাল না লাগলে বাবার বারি চলে যাবা।
৩/আমার পরিবারের লোকজন কে ঠিক মতো খেতে দিতে না পারলে বাবার বারি চলে যাবা। তোোমার মতো মহিলাক আমার দরকার নাই।
আমি যদি ঠিক ভাবে খেতে দিতে না পারি তাহলে কি কিছু হবে?তাদের
ব্যাবহারের কারনে তাদের যদি আমার ভাল না লাগে তাহলে কি ক্ষতি হবে বিয়েতে আর আমি কি তার কথা গুলোর কারণে সারাজিবনের জন্য তালাকের অধিকার পাইছি? এগুলা কি শরত যুক্ত অধিকার?
এই কথা গুলা শোনার পর আমার ভয় হয় আমি তালাকের অধিকার পেয়ে গেলাম না তো তখন কিছু দিন পর আমি আবার মনে মনে এবং উচ্চারন করে শব্দ করে বলি আমি তালাকের অধিকার চাই না। আমি তালাকের অধিকার রাখলাম না। যতটা মনে আছে এই কথা ই বলছি।
এখন কি আমার কাছে অধিকার আছে?
আরেক প্রশ্ন
ক/ স্বামী যদি স্ত্রি কে এক তালাক এ বায়েন দেয় ও স্ত্রী কে ফেরত নিতে চায় তাহলে কি আবার বিয়ে পরাতে হবে। যদি বিয়ে না পরায়ে সংসার করে আর তিন মাস পার হয়ে যায় তাহলে কি ক্ষতি হবে? এক তালাক বায়েন দেওয়ার পর বিয়ে না পরায়ে যদি আবার তালাক দেয় তাহলে কি ২ তালাক হবে?