আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) একজন বিনিয়োগকারী। আমি সর্বদা আমার উপার্জন হালাল ও পবিত্র রাখার চেষ্টা করি। দীর্ঘ বিচার-বিশ্লেষণ করে আমি গ্রামীণফোন, লাফার্জ হোলসিম, কোহিনূর কেমিক্যাল, বেক্সিমকো ফার্মা এবং ওয়ালটনের মতো কিছু কোম্পানিতে বিনিয়োগ করেছি।
আমার বিনিয়োগের ক্ষেত্রে আমি মূলত নিচের বিষয়গুলো অনুসরণ করি:
ব্যবসার ধরন: আমি কেবল সেই সব কোম্পানিতেই বিনিয়োগ করি যাদের মূল ব্যবসা শরিয়াহ অনুযায়ী বৈধ।
আর্থিক অনুপাত: আমি সেই সব কোম্পানি নির্বাচন করি যাদের সুদি ঋণের পরিমাণ শূন্য বা অত্যন্ত নগণ্য।
বিনিয়োগের নিয়ত: আমার মূল লক্ষ্য হলো মধ্যম বা দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব (১ থেকে 5 বছর)। আমি ৩-৫ দিনের অতি স্বল্পমেয়াদী লেনদেন বা ফাটকা কারবার (Speculation), যা জুয়ার সদৃশ—তা এড়িয়ে চলার চেষ্টা করি।
উপরোক্ত বিষয়ের আলোকে আমি নিম্নোক্ত দুটি বিষয়ে আপনার শারঈ দিকনির্দেশনা কামনা করছি:
১. শেয়ারের মালিকানা বা দখলের (কবজা) মেয়াদ প্রসঙ্গে: আমি জানি যে, কোনো পণ্য দখলে আসার আগে তা বিক্রি করা জায়েজ নয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনার পর তা বিও (BO) অ্যাকাউন্টে জমা হতে সাধারণত ২ থেকে ৩ কার্যদিবস সময় লাগে।
শেয়ারটি যখন আইনগতভাবে আমার অ্যাকাউন্টে জমা হয় এবং আমি এর মালিকানা ও ঝুঁকি (Daman) গ্রহণ করি, তখন থেকে সেটি বিক্রি করার জন্য শরিয়াহ অনুযায়ী ন্যূনতম কোনো সময়সীমা নির্ধারিত আছে কি?
আমি যদি শেয়ারটি পূর্ণ দখলে আসার পর কোনো কারণে ৬ মাস বা ১ বছর পর বিক্রি করি, তবে সেটি কি সঠিক ও হালাল মালিকানা হস্তান্তর হিসেবে গণ্য হবে?
২. ডিভিডেন্ডের পরিবর্তে মূলধনী মুনাফা (Capital Gain) অর্জন প্রসঙ্গে: অনেক সময় দেখা যায়, Yearly/Halfyearly লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণার আগে শেয়ারের বাজারদর অনেক বৃদ্ধি পায়। সেক্ষেত্রে বার্ষিক সামান্য ডিভিডেন্ডের জন্য অপেক্ষা না করে বর্ধিত মূল্যে কিছু শেয়ার বিক্রি করে 'ক্যাপিটাল গেইন' বা মূলধনী মুনাফা করা কি জায়েজ হবে?
প্রাথমিকভাবে মূলধনী মুনাফার উদ্দেশ্যে শেয়ার বিক্রি করা কি শরিয়াহসম্মত?
দামের ঊর্ধ্বগতির সময় শেয়ার বিক্রি করলে তা কি 'ব্যবসায়িক অংশীদারিত্বের' মূল চেতনার পরিপন্থী হবে, নাকি একজন মালিক হিসেবে এটি আমার ব্যবসার মূলধনী লভ্যাংশ সংগ্রহের বৈধ অধিকার?
মূলধনী মুনাফা তুলে নেওয়ার পর দাম কমলে পুনরায় সেই টাকা দিয়ে শেয়ার কেনা—এই পুরো প্রক্রিয়া বা স্ট্রেটেজিটি কি শরিয়াহ অনুযায়ী সঠিক?
কুরআন ও সুন্নাহর আলোকে আপনার মূল্যবান দিকনির্দেশনা প্রদান করবেন, যাতে আমার উপার্জনকে সম্পূর্ণ হালাল রাখতে পারি।
জাজাকাল্লাহু খাইরান।