আসসালামু আলাইকুম, মুহতারাম।
স্বামী স্ত্রী এর মধ্যে প্রায়ই ঝগড়া হত। দুইবার এমন হয়েছে যে তারা ঝগড়া করার পরে মাসের পর মাস দেখা করে না বা সংসার করে না। এবং দুইবারই পরে স্বামী তার স্ত্রীকে নিয়ে আসে বাসায়। কিন্তু শেষবার তারা এমন পর্যায়ে চলে যায় যে স্ত্রী সরাসরি স্বামীর কাছে এভাবে বলে বসে যে আমি আর এভাবে থাকতে পারব না আপনি আমাকে ছেড়ে দেন/ চলে যাওয়ার অনুমতি দেন। তখন স্বামী তার স্ত্রীকে বলে যে চলে যাইতে যাও তোমারে ছেড়ে দিলাম। এরপরে আর তারা সংসার করে না। এখন আমার প্রশ্ন,
১. এইভাবে পরপর দুইবার সংসার না করে পরে ফিরিয়ে নিয়ে আসা এবং তৃতীয় বার একেবারে কথার মাধ্যমে বিদায় দিয়ে দেয়ার পরে বছরের পর বছর সংসার না করা এবং ফিরিয়ে নিয়ে না আসার মধ্যমে কি তাদের মধ্যে ৩ তালাক সংগঠিত হয়ে গিয়েছে?
২. আর যদি না হয়ে থাকে তবে সেক্ষেত্রে তারা কি এত বছর সংসার না করার কারনে কি কোনোভাবে পুনরায় সংসার শুরু করতে পারবে?
উত্তর দিয়ে উপকৃত করবেন ইং শা আল্লাহ।
জাঝাকাল্লাহু খাইরান।