আসসালামু আলাইকুম।
আমার ১ ভরি ৩ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণ আছে, রূপা নেই। আমি কারো কাছে ঋণী নই। একজন আমার থেকে ১ হাজার টাকা ধার নিয়েছে ১০ দিনের জন্য। আর আমার কাছে জমা কোনো সম্পদ নেই। আমার হাসবেন্ড প্রতি মাসে আমাকে কিছু টাকা দেন হাতখরচার জন্য। সেখান থেকে খরচ করি। এখন আমার কাছে ৪০০০ টাকা আছে, আর ৩০০০ টাকা একটা নির্দিষ্ট জিনিস কেনার জন্য রাখা আছে। এই অবস্থায় আমার ওপর কি যাকাত ফরয হবে? হলে কতো টাকা হবে? আমরা রজব মাসে হিসাব করে যাকাত আদায় করি প্রতি বছর৷