আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
গত ১০/১/২৬ শুক্রবার রাত ১১.৪৫/১২ টার দিকে হায়েয শুরু হয়। ডেট ঠিক ছিল, হায়েযের মতোন পায়ে-কোমরে ব্যথা ছিল। তো এটা হায়েয মনে করে আমি শনিবার ফজর থেকে আর স্বলাত আদায় করিনি। এরপর শনিবার দুপুরে হালকা ব্লিডিং হয়েছিল বলে মনে হয়েছে। এটা শিওর না। কিন্তু শনিবার, রবিবার প্যাড পুরা ক্লিয়ার ছিল। সোমবার সকালে একদম ক্লিয়ার সাদা স্রাব ছিল প্যাডে কোনো হালকা গোলাপী, বাদামী কালারও না৷ এখন পর্যন্ত আর কোনো ব্লিডিংই হয়নি। শনিবারেরটা আমি শিওর না। আমার মনে হয়েছিল। শুক্রবার রাতেই যা একটু হয়েছিল ব্লিডিং যেটা আমি হায়েয হয়েছে ভেবেছিলাম। আমার সবসময়ই এমনই হয়। প্রথমদিন এরকম হালকা হয়ে তারপর ১ দিন বা দেড় দিন পর গিয়ে হেভি ব্লিডিং শুরু হয়। মাঝের ১/১.৫ দিন একদমই থাকে না ব্লিডিং। ৫/৬দিন হয়ে ক্লিয়ার হয়ে যাই।
আমার প্রশ্ন হলো,
১.এটা কি হায়েয ছিল?
২. হায়েয হলে কত দিন পর কোন ওয়াক্ত থেকে স্বলাত শুরু করবো?
৩. হায়েয না হলে আমার কত ওয়াক্ত স্বলাত কাযা আদায় করতে হবে? আমি কি গুনাহগার হবো এই ক্ষেত্রে এতদিন স্বলাত আদায় না করার জন্য?
জাযাকুমুল্লাহু খয়রান ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।