আসসালামু আলাইকুম।
১. আমাদের অফিস থেকে পিকনিকে যাচ্ছে , তাই তারা লটারির আয়োজন করেছে। সবাই কিনছে, আমিও কিনেছি। যেহেতু এটি অফিস থেকে হচ্ছে, এটি তো জুয়া নয়, তাই না? এই লটারি কি হালাল?
২. আমার থাকার জায়গা নেই, যা আছে তাতে আমার ছোট ভাই এর হবে, তাই জায়গা কেনার জন্য আমি টাকা জমাচ্ছি, এই টাকা থেকে কি আমাকে জাকাত প্রদান করতে হবে? জায়গা কেনার টাকা ছাড়া আমার আর কোনো সম্পত্তি নেই।