আসসালামু আলাইকুম।
অনেক সময় ফজরের সালাতে সময় ঘুম থেকে উঠে খুব বেশি সময় না পাওয়ায় বা অনেক সময় সময় থাকলেও মনের ভুলে টুথপেস্ট দিয়ে দাত ব্রাশ না করেই শুধু ব্রাশ দিয়ে দাত মেজে ওযু করে সালাতে দাড়িয়ে যাই।
আবার অনেক সময় মুখে খুব বেশি গন্ধ না থাকলে দাত না ব্রাশ করেই ওযু করে সালাতে দাড়িয়ে যাই।
প্রশ্ন হচ্ছে।
১/ এইরকম ঘুম থেকে উঠে দাত ব্রাশ না করেই নামাজে দাড়ালে বা ওযুর পর মুখে হালকা গন্ধ থাকলে কি সালাত হয়ে যাবে নাকি ঐ সালাতগুলো আবার পড়তে হবে?
২/ আর ঐ একই অবস্থায় অর্থাৎ দাত ব্রাশ না করায় বা মুখে হালকা গন্ধ থাকলে ঈমান ভঙ্গের সন্দেহে যদি ঈমান নবায়নের নিয়তে কালেমা শাহাদাত পাঠ করলে ঈমান নবায়ন হয়ে যাবে?? নাকি আবার ঈমান নবায়ন করতে হবে??