আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
11 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
recategorized ago by
Assalamualaikum Wa Rahmatullahi Wa Barakatuh ustaz.....

1. Jara chair e namaz poren tader shamne koto uchu sutra rakhte hobe Karon tara sazda mati te denna borong ishara te den?

2. Female prayer room te ami namaz porte gele amar shamne kichu bon boshe thaken, kntu ami seibhabei tader pichone shuru kore dei namaz jokhun jaiga pawa jaina shamner dik! Amar namaz ki jayaz hobe?

3. Female prayer room te namaz pora person er shamne diye onnora haata haati koren ei bishoy tader ke directly kichu bola jaina...Tai kibhabe unader janabo je Eta kora bhul? Ar kibhabe kon hadith bolar por tader thik ta bujhano jabe? Ektu nasiha dien in sha Allah..

4. Kichu khawar time ami ki azan er dua , kauke salam, othoba zikr othoba nabir naam nite parbo?

5. Bashai talim kora koto joruri ar er sawab ki ki?

6. Jodi ekjon manush shudhu 2ta surah tajweed thik pare seh ki oi 2ta surah repeat kore porte parbe 1st and 2nd rakat te in Farz Salat? Othoba , example hishebe surah ikhlas farz namaz er prothom 2rakat te pora ki jayaz hobe?

7. Ekjon manush ki nafl hok othoba Farz namaz hok setar prothom rakat boro korar jonno 1ta surah bar bar repeat korte parbe? Jemon surah ikhlas prothom rakat te 3bar pora jabe ki?

8. Bichana shamne thakle ki namaz pora jayaz? Niyom ki? Onekei bichana shamne thakle namaz porenna! Onekei abar bichana shamne thaka obosthai keo namaz porle ,bichana te boshte channa? Eta ki thik?

9. Bichanar upor namaz porle ki jaynamaz bichai porte hobe?

Jazakumullahu khairan....Assalamualaikum wa rahmatullah ......

1 Answer

+1 vote
by (720,780 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
হাদীস শরীফে এসেছেঃ
  
قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا جَعَلْتَ بَيْنَ يَدَيْكَ مِثْلَ مُؤَخَّرَةِ الرَّحْلِ فَلاَ يَضُرُّكَ مَنْ مَرَّ بَيْنَ يَدَيْكَ (سنن ابى داود، كتاب الصلاة، باب ما يستر المصلى، رقم الحديث-685)

অনুবাদ-রাসূল সাঃ ইরশাদ করেছেন-যদি নামাযীর সামনে হাওদার পিছনের লাঠির সমান কিছু রাখে, তাহলে তার সামনে দিয়ে যারা অতিক্রম হয়, তাদের কোন সমস্যা নেই। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৬৮৫, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৯৪০, সুনানে বায়হাকী, হাদীস নং-৯৫৪, সুনানে তিরমিযী, হাদীস নং-৩৩৫, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৮২১, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-২৩৭৯, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-৮৪৩, সহীহ মুসলিম, হাদীস নং-১১৩৯, মুসনাদে আবী আওয়ানা, হাদীস নং-১৩৯৭, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৬৩০, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৩৮৮, মুসদানুল বাজ্জার, হাদীস নং-৯৩৯}

★এ হাদীসের ব্যাখ্যায় আল্লামা নববী রহঃ বলেন যে, সুতরা কমপক্ষে হাওদার পিছনের লাঠির সমান হতে হবে। যা হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত বা এক হাতের এক তৃতীয়াংশ পরিমাণ হয়ে থাকে। এ উচ্চতায় কোন জিনিস দাঁড় করিয়ে দিলে তা সুতরার কাজ করবে।

আরো জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রেও সুতরা একই হবে।

(০২)
আপনার নামাজ হয়ে যাবে।
তবে সুতরা দেয়ার চেষ্টা করবেন অথবা কোনো এক কোণের দিকে দাঁড়াবেন। 
যাতে সামনের নামাযির চলে যাওয়া সহজতর হয়।

(০৩)
নিম্নোক্ত ফতোয়ার আলোকে তাদেরকে বুঝাবেনঃ-

(০৪)
হ্যাঁ, পারবেন।

(০৫)
এর দরুন বাসার লোকেরা দ্বীনদার হয়, বাসায় ইসলামী পরিবেশ কায়েম হয়,সুতরাং এর গুরুত্ব অপরিসীম। 

এক্ষেত্রে আপনার তালিমের দরুন যারা নেককার হবে,দ্বীনের পথে আসবে, তাদের আমলের সওয়াবের অংশ আপনার আমলনামাতেও যোগ হবে।

আরো জানুনঃ- 

(০৬)
না এমনটি করতে পারবে না।

ফরজ নামাজের জন্য সুরা ফাতেহা ছাড়াও কমপক্ষে তার দুটি সূরা মুখস্ত থাকতে হবে।

এবং বিতর,সুন্নত, নফল নামাজের জন্য সুরা ফাতেহা ছাড়াও কমপক্ষে আরো চারটি সূরা মুখস্ত থাকতে হবে।

নতুবা প্রশ্ন যেভাবে আপনি নামাজের কথা উল্লেখ করেছেন, এভাবে নামাজ আদায় করা যাবেনা।

(০৭)
নফল নামাজে চাইলে এমনটি করতে পারে। তবে ফরজ নামাজে এমনটি করতে পারবে না।

(০৮)
এতে কোন সমস্যা নেই। বিছানা সামনে রেখেও নামাজ পড়া যাবে।

(০৯)
এক্ষেত্রে সেই বিছানা যদি পাক হয়, তাহলে জায়নামাজ বিছানো আবশ্যক নয়। অন্যথায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 42 views
0 votes
1 answer 56 views
0 votes
1 answer 388 views
...