ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
উস্তাদ এটি কি সহীহ হাদীস থেকে প্রাপ্ত দুআ?
রিজিকের জন্য নিয়মিত এই দু'আ করুন:*_
*اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ*
❝আল্লাহুম্মাকফিনী- বিহালালিকা 'আন হারামিকা, ওয়া আগনিনী- বিফাদলিকা 'আম্মান ছিওয়াক।❞
❝হে আল্লাহ! তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম হতে বিরত রাখ ( দূরে রাখ) এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হওয়া হতে আমাকে আত্মনির্ভরশীল কর❞
আলী (রাঃ) থেকে বর্ণিতঃ
একটি চুক্তিবদ্ধ গোলাম তাঁর নিকটে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপরাগ হয়ে পড়েছি। আমাকে আপনি সহযোগিতা করুন।
তিনি বললেন, আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শিখিয়েছিলেন?
যদি তোমার উপর সীর (সাবীর) পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন।
তিনি বলেনঃ তুমি বল,
اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك
*“হে আল্লাহ! তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম হতে বিরত রাখ বা দূরে রাখ এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হওয়া হতে আমাকে আত্মনির্ভরশীল কর”।*
--[জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৫৬৩]